টোটোতে নতুন পলিসির বৈধতায় সায় মুখ্যমন্ত্রীর, বৈঠকে নেয়া হলো সিদ্ধান্ত

নবান্নে পরিবহণ দফতরের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানতে চেয়েছেন, প্রতি বছর সরকারি বাসের সংখ্যা কমলেও জ্বালানির খরচ কেন বাড়ছে?

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “যদি সরকারি বাস কমই চলে, তাহলে তেলের জন্য এত খরচ হচ্ছে কেন?” পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, আইনি জটের কারণে প্রায় ১২০০ নতুন বাস পাওয়া যাচ্ছে না। তাই পুরোনো বাস দিয়েই চালানো হচ্ছে, যার ফলে খরচ বাড়ছে।

মুখ্যমন্ত্রী মনে করেন, বাস কম থাকলে ফ্রিকোয়েন্সি বাড়ানো যেতে পারে। একটা শিফট বাড়ালেও সাধারণ মানুষের কিছুটা সুবিধা হবে। তিনি দপ্তরকে নির্দেশ দিয়েছেন, দরকার হলে অফিস টাইমে বাসের ফ্রিকোয়েন্সি বাড়ানোর ব্যবস্থা করতে।

মুখ্যমন্ত্রী টোটো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় টোটোগুলি বেপরোয়া ভাবে চলাচল করে। একে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ফলে টোটো নিয়ে একটি সুনির্দিষ্ট নীতি তৈরি করা হবে।

মুখ্যমন্ত্রী কলকাতার ট্রাম লাইন তুলে দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন।