উত্তরের বাসিন্দাদের বিদেশ ভ্রমণ আরো সহজ, বাগডোগরার মুকুটে নয়া পালক, বড় অনুমতি কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের সর্বশেষ সিদ্ধান্তে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের পর্যটন খাতে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।

দীর্ঘদিন ধরে বাগডোগরা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিণত করার দাবি জানিয়ে আসছিলেন উত্তরবঙ্গবাসী। এবার সেই দাবি মেটানো হল। এর ফলে বাগডোগরা হয়ে বিদেশি পর্যটকরা সরাসরি উত্তরবঙ্গ এবং সিকিমে ভ্রমণ করতে পারবেন।

কীভাবে এই সিদ্ধান্ত উত্তরবঙ্গকে উপকৃত করবে?

পর্যটন খাতের বিকাশ: আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে বাগডোগরা উত্তরবঙ্গের পর্যটন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি: পর্যটকদের আগমনের ফলে স্থানীয় অর্থনীতি গতি পাবে।

রাজ্যের সঙ্গে বিশ্বের সংযোগ: বাগডোগরা বিমানবন্দর উত্তরবঙ্গকে বিশ্বের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।

বিমানবন্দরের উন্নয়ন:

বাগডোগরাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিণত করার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষ অর্থ বরাদ্দ করেছে। কলকাতা এবং দিল্লির মতো বাগডোগরাতেও আলাদা করে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ নির্মাণের কাজ শুরু হয়েছে। রাজ্য সরকারও এই প্রকল্পে সহযোগিতা করছে।

বিশ্বের ১১৬টি দেশের সঙ্গে বাংলাদেশের যুক্ত

ভারতের সঙ্গে বিশ্বের ১১৬টি দেশের দ্বিপাক্ষিক ‘এয়ার সার্ভিস এগ্রিমেন্ট’ বা এএসএ রয়েছে। এই সমস্ত দেশের উড়ান এবার বাগডোগরাতেও ওঠানামা করতে পারবে।

উত্তরবঙ্গবাসীর আশা

উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এই সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গের পর্যটন খাতে নতুন এক যুগের সূচনা হবে।