SPORTS: ২৭ বছরের আক্ষেপ ঘোচাতে চায় লঙ্কানরা, লড়াইয়ের জন্য প্রস্তুত বিরাট -রোহিতরাও

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে শেষে ভারতের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক শ্রীলংকা। বুধবার তৃতীয় ও শেষ ম্যাচ জিতে ভারতের বিপক্ষে ২৭ বছর সিরিজ জিততে না পারার আক্ষেপ ঘোচাতে চায় লঙ্কানরা।
১৯৯৭ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিলো শ্রীলঙ্কা। অন্যদিকে, ভারতের লক্ষ্য সমতায় সিরিজ শেষ করা। শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে শেষ ওয়ানডে।
সিরিজের শেষ ম্যাচেও দলের কাছ থেকে সেরা পারফরমেন্স আশা করছেন শ্রীলংকা অধিনায়ক চারিথ আসালঙ্কা। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে লঙ্কানরা মাঠে নামবে বলে জানান তিনি, ‘সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবো আমরা। আশা করছি, শেষ ম্যাচেও সেরা পারফরমেন্স দেখাবে ছেলেরা। ভারতকে হারাতে হলে তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে আমাদের।’
অন্যদিকে, শেষ ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচেই আমাদের ব্যাটিং খারাপ হয়েছে। আশা করবো, শেষ ম্যাচে ব্যাটাররা জ¦লে উঠবে। সিরিজ সমতায় শেষ করার লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’
শ্রীলংকা দল: চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নিশান মাদুশকা, হাসারাঙ্গা ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারতেœ, মাহেশ থিকশানা, আকিলা ধনঞ্জয়া, দিলশান মাদুশঙ্কা, মাথিশা পাথিরানা ও আসিতা ফার্নান্দো।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্থ (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও হর্ষিত রানা।