‘আশ্রয়’ জুটবে না আমেরিকায়! হাসিনার ভিসা প্রত্যাহার করলো আমেরিকা

শেখ হাসিনার ভিসা বাতিল করেছে আমেরিকা। আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে এ খবর জানা গেছে। ফলে বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রীর আমেরিকায় আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানাই, শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। তিনি ভার্জিনিয়ায় থাকেন।
তবে ছেলের কাছে যাওয়ার কোনো চিন্তা আছে কি না, তা জানা যায়নি এদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও ভাতিজি টিউলিপ সিদ্দিকী ব্রিটেনে থাকেন। শেখ হাসিনা প্রথমে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সূত্র জানায়, হাসিনার আবেদন বিবেচনা করছে ব্রিটেন। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে, এমন পরিস্থিতিতে একজন ব্যক্তি সাধারণত নিকটতম নিরাপদ দেশে আশ্রয় নেবেন।
ব্রিটেনের স্বরাষ্ট্র দফতরের এক আধিকারিক বলেন, ‘কঠিন সময়ে ব্যক্তিবিশেষকে আশ্রয় দেওয়ার নজির রেখেছে এ দেশ। যা দেশের গর্বের ইতিহাস। তবে ব্রিটেনে পৌঁছনোর পর আশ্রয় চাওয়ার নিয়ম নেই। যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখেন, সেখানেই আশ্রয় চাওয়ার কথা। সেখানেই নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা।’