‘বাংলাদেশ যেন পাকিস্তান না হয়ে ওঠে…’, বাংলাদেশে দেশে গণতন্ত্র ফেরানোর আর্জি তসলিমার

বাংলাদেশের রাজনৈतिक পরিবর্তনের এই নাটকীয় ঘটনায় সাম্প্রদায়িকতার বিরোধী লেখিকা তসলিমা নাসরিনের প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। তিনি মন্তব্য করেছেন যে, একসময় নিজেকে দেশ থেকে বঞ্চিত দেখেছিলেন, আজ তাঁর প্রতিপক্ষও একই পরিণতি বরণ করেছেন।”

“নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন বাংলাদেশের বর্তমান রাজনৈतिक পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, একসময় তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন, আজ শেখ হাসিনাও একই পরিস্থিতি মোকাবিলা করছেন।”

অনলাইন পোস্টে লেখিকা বলেন, ‘১৯৯৯ সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম মৃত্যুশয্যায় থাকা মাকে দেখতে। মুসলিমদের তোষণ করতে গিয়ে আমায় বাংলাদেশ থেকে সে সময় বের করে দিয়েছিলেন শেখ হাসিনা। এবার সেই মুসলিমরাই ছাত্র আন্দোলনের আড়ালে তাঁকেই দেশ ছাড়া করল। আর কখনও আমায় বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি।’

তসলিমা নাসরিন বলেন, ‘পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে তসলিমা নাসরিনকে। ইসলাম মৌলবাদ মাথাচাড়া দিয়েছে সেখানে। এর জন্য দায়ী তিনিই। তাঁর মদতেই দুর্নীতিতে জড়িত দলের সদস্যরা। বাংলাদেশের অবস্থা যেন কোনওভাবেই পাকিস্তানের মতো না হয়। সেনাশাসন চাই না। রাজনৈতিক দলগুলিকেই গণতন্ত্র ফেরাতে হবে। সম্প্রীতি আনতে হবে দেশে।’