ইউরোপে নিয়ন্ত্রণে আসছে দাবানল! ঝুঁকিতে ১০ কোটি মার্কিনি

তাপমাত্রা কমতে থাকায় গোটা ইউরোপের ভয়াবহ দাবানল পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পর্তুগালসহ একাধিক দেশে নতুন করে কোনো স্থানে আগুনের সূত্রপাত হয়নি। স্পেনের কোথাও কোথাও বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এদিকে, যুক্তরাষ্ট্রে প্রায় ১০ কোটি বাসিন্দা তাপদাহের চরম ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করা হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড ও এক্সিওসের।

গতকাল বৃহস্পতিবার পর্তুগালে নতুন কোনো দাবানলের খবর পাওয়া যায়নি। দেশটিতে গত ১৮ জুলাই পর্যন্ত তাপদাহ আর দাবানলে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৩ জনের। এদিকে, স্পেনে দাবানলের কারণে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া অন্তত ১১ হাজার বাসিন্দার মধ্যে কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। তবে এখনও স্প্যানিশ দমকলকর্মীরা ৯টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

অন্যদিকে, ফ্রান্সেও কিছুটা কমেছে তাপমাত্রা। যদিও এখনও দুটি বড় দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলকর্মীরা। দেশটিতে ২ হাজারের বেশি অগ্নিনির্বাপন এবং ১০টি পানি ছিটানোর বিমান কাজ করছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণে কয়েক সপ্তাহ লাগতে পারে বলে ধারণা কর্মকর্তাদের। এছাড়া, আলবেনিয়ায় ছড়িয়ে পড়া দাবানলে প্রায় ৩০ হাজার একর বনাঞ্চল পুড়ে গেছে। অ্যালাবামায় প্রায় ৩০ লাখ মানুষ দাবানলের ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ সমভূমি, মিসিসিপি উপত্যকা এবং উত্তর-পূর্বাঞ্চল তাপদাহে বিপর্যস্ত হতে পারে।