অশান্তিতে বন্ধ বাংলাদেশের অফিস, বড় লোকসানের সম্মুখে LIC?

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে গণবিক্ষোভের জেরে দেশের অর্থনীতি ও ব্যবসায়িক পরিবেশ প্রভাবিত হয়েছে। এই অস্থিরতার কারণে ভারতের বড় বিমা কোম্পানি এলআইসি বাংলাদেশের তার সমস্ত দফতর অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকার কার্যালয় সহ অন্যান্য শাখাগুলিতেও কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও, ইমামি, ডাবর, গোদরেজ ও সান ফার্মা মতো বহুজাতিক কোম্পানিগুলির বাংলাদেশে বিনিয়োগের উপরও এই পরিস্থিতির প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এলআইসি সূত্রে খবর, কার্ফু থাকার জন্যেই সোমবার থেকে সমস্ত কার্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ করবে ভারতের অন্যতম বড় এই বিমা কোম্পানি। বিশেষজ্ঞদের অনুমান, চলতি সপ্তাহে আরও কয়েকদিন ঢাকার কার্যালয় বন্ধ রাখতে পারে এলআইসি। সেক্ষেত্রে সরকারি কোম্পানিটির লোকসানের পরিমাণ যে আরও বাড়বে, তা বলাই যায়।