“গম্ভীর একদমই অহংকারী নয়, ও জিততে ভালোবাসে”,-জানালেন ছোটবেলার কোচ

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই ভারতের শিরোপাজয়ী দলের যাত্রা শুরু হয়। যার পরিপূর্ণতা আসে ২০১১ বিশ্বকাপ আর ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। ২০০৭ সালের সেই যাত্রার বড় অবদান ছিল গৌতম গম্ভীরের। ফাইনালেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ম্যাচ জেতানো ৭৫ রানের এক ইনিংস।

গৌতম গম্ভীর বাইরে থেকে নারকেলের মতো শক্ত হলেও ভিতর থেকে নাকি একদমই নরম, সেই কারণে দলের খারাপ পারফরমেন্সে নাকি অনেক সময় কেদেও ফেলেন গৌতি, জানাচ্ছেন তাঁর কোচ।

তাঁর কথায়, ‘গৌতম গম্ভীর এখনও বাচ্চা। সরল ছোট্ট বাচ্ছার মতোই এখনও ব্য়বহার করে ও। ওর ভিতরে কোনও প্যাঁচ নেই, একটা ১২ বছরের বাচ্ছার মতো। লোকে ওর জেতার মানসিকতাকে ভাবে ও বুঝি অত্যন্ত আগ্রাসী বা খারাপ, কিন্তু সেটা একদমই নয়। ছোটবেলায় নেটে অনুশীলনের পর ওকে যখন ম্যাচ খেলাতাম, তখনও হেরে গেলে খুব কাঁদত। ও হারতে পছন্দ করেনা। তাই ওর মতো ব্যক্তিত্ব সিরিয়াস থাকাটাই স্বাভাবিক। এত যুব ক্রিকেটারের কেরিয়ার তৈরি করেছে ও। জিততে সেই পারে, যে জানে হার এড়াতে কিভাবে হয়। সেটা গৌতি জানে, তাই ওকে অনেকে অহংকারী ভাবলেও আসলে ও খুবই ভদ্র এবং সরল’।