OMG! দোকানে চুরি করতে এসে ডিম ভেজে বিক্রি, নিজেও খেয়ে নিল চোর

বোলপুরের নেতাজি মার্কেটের কাছে কৃষ্ণগোপাল দাস ওরফে কেষ্টের ছোট্ট চা-ডিম টোস্টের দোকান। এই দোকানে দু’দিনের ব্যবধানে দুবার চুরি হয়েছে। প্রথমবারে তো সবকিছু নিয়ে গেছে চোর, দ্বিতীয়বারে কিছু না পেয়ে দোকানেই ডিম ভেজে খেয়েছে!

শুক্রবার রাতে প্রথম চুরি হওয়ার পর, কেষ্ট ভয় পেয়ে দোকানের সব মূল্যবান জিনিস বাড়ি নিয়ে গিয়েছিল। কিন্তু চোর তাতে থামেনি। কয়েক ঘণ্টা পর আবার দোকানে হানা দেয়। দোকান খালি দেখে হতাশ হয়ে সে দোকানেই ডিম ভাজতে শুরু করে। দোকানের গ্যাস সিলিন্ডার নেই, তাই সে ডিমের ক্রেট জ্বালিয়ে তাতে কড়াই রেখে ডিম ভাজে।

আর এই দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, চোর ডিম ভেজে নিজে খাচ্ছে, আবার রাস্তা দিয়ে যাওয়া একজনকে ডেকে ডিম ভাজা বিক্রিও করছে। গ্রাহকও কিছু না বুঝে গরম গরম ডিম ভাজা খেয়ে চলে গেছে।

এই ঘটনায় এলাকায় তোলপাড় ফেলে দিয়েছে। সবাই অবাক হয়ে এই আজব চুরির ঘটনা নিয়ে কথা বলছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কেষ্ট বলেন, “আমি তো ভাবতে পারিনি যে, আমার দোকানে চুরি হওয়ার পরে চোর এখানেই বসে ডিম ভেজে খাবে।”

এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনরা নানা মজার মন্তব্য করছেন। কেউ কেউ এই ঘটনাকে ‘ডিম ভাজা চুরি’ নামে ডাকছেন।