‘আমরা দেশে নৈরাজ্য চাই না’,-বাংলাদেশে মিথিলার গাড়ি থামিয়ে বার বার তল্লাশি বিক্ষোভকারীদের

বাংলাদেশে সাম্প্রতিককালে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা জানিয়েছেন, তিনি এবং তাঁর পরিবার বাংলাদেশে নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছেন।
মিথিলা জানান, তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখন কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে চেয়েছিলেন। এই ঘটনা তাঁকে এবং তাঁর পরিবারকে ভীত করে তুলেছে।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিথিলা বলেন, “আমরা সকলেই শান্তি এবং সুরক্ষা চাই। এই ধরনের ঘটনা দেশের জন্য ক্ষতিকর।”
মিথিলার স্বামী, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় তাঁর স্ত্রী ও কন্যার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের জনগণের কাছে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
মিথিলা তাঁর ফেসবুক পেজে লেখেন, বাড়ি ফিরছিলাম। কয়েকজন অল্প বয়সি যুবক দু’বার আমার গাড়ি থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে। তৃতীয়বারে জন্য যখন একই কাজ করতে বলে তারা, আমি কারণ জিজ্ঞেস করি। বিশ্রীভাবে বলে, তারা নাকি গাড়িতে তল্লাশি চালিয়ে দেখছে আওয়ামি লিগের কাউকে লুকিয়ে রেখেছি কি না। এটা কিন্তু খুবই দুশ্চিন্তার বিষয়। আমরা দেশে নৈরাজ্য চাই না। লুটপাটকে সমর্থন করি না। এটা বিধ্বংসী মনোভাব। আমাদের দেশের ছাত্ররা কিন্তু এটার জন্য লড়াই করেনি। আমরা সুরক্ষা ও শান্তি চাই।