ফ্যাশন ইউনিভার্সিটি হচ্ছে বাংলায় , ভিজিটর হিসেবে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা?

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধানসভায় জানান যে রাজ্যে একটি নলেজ অ্যান্ড ফ্যাশন ইউনিভার্সিটি করার পরিকল্পনা করা হয়েছে আর সেই সম্পর্কিত একটি বিল তৈরী করা হয়েছে।
তিনি বলেন, ‘এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। তবে এতে উনি রাজি হবেন না। কোনও কোনও সরকার সবকা সাথ বলে ডঙ্কা বাজায়। মমতা বন্দ্যোপাধ্যায় তা করেন না। উনি বাঙালি-অবাঙালি ও দলিত-ব্রাহ্মণ বিভাজন করেন না।’
তাঁর সংযোজন, ‘মমতার নামে বিশ্ববিদ্যালয় বা স্টেডিয়াম (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম বা আহমেদাবাদে তাঁর নামে স্টেডিয়ামের সরাসরি উল্লেখ না করে ব্রাত্যর কটাক্ষ) হবে কিনা, তা ভবিষ্যতই বিচার করবে। আমাদের সময়ে করলে লোকে দু’কান কাটা বলবে।’
ব্রাত্য বলেন, ‘প্রধানমন্ত্রী যদি ভিজিটর হতে পারেন মুখ্যমন্ত্রী কেন ভিজিটর হবেন না? উনি (মুখ্যমন্ত্রী) তো চ্যান্সেলর হচ্ছেন না।’
বিশ্ববিদ্যালয়ের জমি কারা দিচ্ছে ও কোথায় দিচ্ছে, এ প্রসঙ্গে ব্রাত্যর জবাব, ‘কোনও সরকারি জমির বিষয়ই নেই। এমনকী রাজনৈতিক অনুপ্রবেশও ঘটবে না।’ তাঁর কথায়, ‘আমরা এখানে আর্টিস্ট তৈরি করব। প্লেসমেন্টেরও ব্যবস্থা আছে।’
উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের যুবক-যুবতীদের ফ্যাশনে গভীর আগ্রহের প্রেক্ষাপটে দেশের প্রথম ফ্যাশন বিশ্ববিদ্যালয় সুকনায় নির্মিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন, ম্যানেজমেন্ট ও মার্কেটিংসহ হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুর অপারেশন-সম্পর্কিত কোর্সও থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্চশিক্ষার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এই বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত হচ্ছে।