বাংলাদেশি সেনাপ্রধানকে নিয়ে শেখ হাসিনাকে আগেই সতর্ক করেছিল ভারত, জেনেনিন কে এই ওয়াকার?

চলতি বছরের জুনে জেনারেল ওয়াকার-উজ-জামান তিন বছরের জন্য বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব নেন। ভারতীয় গোয়েন্দা বিভাগ এই সেনাপ্রধান সম্পর্কে প্রতিবেদনের বিষয়ে হাসিনাকে সতর্ক করেছিল। ওয়াকারই শেষ পর্যন্ত হাসিনার সরকারের পতনের অনুঘটক হিসেবে কাজ করলেন। কিন্তু কে এই ওয়াকার-উজ-জামান? ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, যুক্তরাজ্য থেকে স্নাতক। এরপর তিনি কিংস কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, সাভার এলাকার জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার, সেনা সদর দপ্তরে সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। 5 ওয়াকার 1985 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। আর বাংলাদেশের ভবিষ্যৎ এখন তাদের হাতে।
এদিকে ব্যক্তিগত জীবনে ওয়াকার সারানাজ কমলিকা জামানকে বিয়ে করেছেন। জানা গেছে, কমলিকা শেখ হাসিনার চাচাতো বোন। এদিকে, ওয়াকারের বাবা জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান 1977 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।