OMG! অতিথিদের খাওয়া শেষে হলো না বিয়ে, উল্টো জরিমানা গুনলেন বর

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। এ সময় বরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার দুপুরে পৌর শহরের দেবগ্রামে অভিযান চালিয়ে বরকে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
স্থানীয় কাউন্সিলর শেখ মো. ঈশান জানান, দেবগ্রাম পূর্ব পাড়ার বাসিন্দা স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরার মো. রফিকুল ইসলামের ছেলে মো. আমিন খানের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবার। দুপুরে অতিথিসহ বরযাত্রীরা খাওয়া-দাওয়ার প্রায় শেষ পর্যায়ে কনের বাড়িতে হাজির হন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী।
এ সময় উভয় পরিবারের লোকজনকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝান তিনি। পরে বর আমিন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দুই পরিবারের কাছ থেকেই মুচলেকা আদায় করা হয়। অভিযানের সময় আমন্ত্রিত অতিথিদের অনেকে পালিয়ে যান।