সমুদ্রে বাড়ছে ইলিশের জোগান, বাজারে সস্তায় পাওয়া যাবে কি ?

ইলিশের মরশুম শুরু হয়েছে, বাতাসে ইলিশের গন্ধ ভাসছে। তবুও বাজারে বড় আকারের ইলিশের দেখা মিলছে না। গত সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনায় ইলিশ ধরা পড়লেও, বেশিরভাগই ছোট আকারের। গত বছরের এই সময়ের তুলনায় ইলিশের পরিমাণ অনেক কম। মৎস্যজীবীরা আশা করছেন, আগামী দিনগুলিতে পরিস্থিতি বদলাবে। সুন্দরবন মৎস্যজীবী সমিতির সম্পাদক সতীনাথ পাত্র জানিয়েছেন, ইলিশের জোগান বাড়ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এবার ইলিশ নদীতে ঢুকবে।
কয়েক জনের ব্যাখ্যা, ‘ইলিশ ওঠার সিজ়ন এ বার একটু দেরিতে শুরু হলো। বর্ষা যেমন কয়েক বছর দেরিতে শুরু হয়, তেমন। অগস্ট, সেপ্টেম্বরের তুমুল বৃষ্টি অনেক সময়েই জুনের ঘাটতি মিটিয়ে দেয়। মনে হচ্ছে, এ বছর ইলিশও তেমন দেরিতে ঢুকল। একবার যখন শুরু হয়েছে, এ বার ইলিশ পাওয়া যাবে।’
মৎস্যজীবী সমিতির সম্পাদক সতীনাথ পাত্র বলেন, ‘গত সপ্তাহের পাঁচ দিনে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানা, ফ্রেজ়ারগঞ্জ, রায়দিঘি এলাকায় সমুদ্র থেকে প্রায় ৪০ টন ইলিশ উঠেছে। এটাই আমাদের কাছে সুখবর। কারণ, ইলিশের জোগান সমুদ্রে বাড়ছে।’ পশ্চিমবঙ্গ সংগঠিত মৎস্যজীবী সমিতির সম্পাদক বিজন মাইতির বক্তব্য, ‘ছোট ইলিশ ধরা বন্ধ হলে ইলিশের জোগান যে বাড়বে, সেটা স্পষ্ট।’
তবে যোগান বাড়লেও দেখা গেছে কৃত্তিমচাহিদা তৈরী করে কিছু অসাধু ব্যবসায়ী ইলিশের দাম রাখছে চড়া দৰেই। যা কিনতে গিয়ে হাত পুড়ছে মধ্য বাঙালির।