“মা আর রাজনীতিতে ফিরবেন না”-রাজনীতি থেকে অবসর হাসিনার, জানালেন ছেলে জয়

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে তিনি ঢাকা ছেড়েছেন। তার বিমান গাজিয়াবাদে অবতরণ করে। শেখ হাসিনার গন্তব্য কী হতে চলেছে? তার রাজনৈতিক ভবিষ্যৎ কী? এ নিয়ে নানা প্রশ্ন ছিল। এবার শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না।
তিনি বলেছেন, ‘মায়ের কঠোর পরিশ্রমের পরেও তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছে কিছুজন। তিনি এতে হতাশ। রবিবার থেকেই মা পদত্যাগের কথা ভাবছিলেন।’
ফেসবুকে একটি ভিডিয়ো বার্তায় বলেন, ‘শুরু থেকেই আমাদের সরকার কোটা বিরোধী। কোটা তুলে দেওয়ার পরেও আন্দোলনকারীরা সন্তুষ্ট নন। তাঁদের আলোচনায় ডাকা হয়েছিল। যে পুলিশ আধিকারিকরা অতিরিক্ত বলপ্রয়োগ করেছিলেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়েছে।’
জয় আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কোনও অনির্বাচিত সরকার ১ মিনিটের জন্যও ক্ষমতা নিতে পারবে না। আমরা আওয়ামী লীগ। আন্দোলন করে দেশকে স্বাধীন করেছি। শেখ হাসিনার পর আপনাদের কী হবে, তা আর আমার বা আমার পরিবারের চিন্তার বিষয় নয়। তবে এভাবে সংঘর্ষ করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন নয়। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে। এটা সন্ত্রাস হয়ে গিয়েছে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে উন্নয়ন এনেছিলেন শেখ হাসিনা। তিনি যখন ক্ষমতায় আসেন সেই সময় আমাদের দেশ দরিদ্র ছিল। আজ তা এশিয়াতে উদীয়মান রাষ্ট্র হিসেবে জায়গা করে নিয়েছে।’