বিশেষ: বাংলাদেশের গণতন্ত্রে ফের ধাক্কা, ভারতের উপর এর কী প্রভাব পড়বে?

অস্থির বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা। চাপের মুখে দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা থেকে পালিয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যান। বাংলাদেশ সেনাবাহিনী আরও বলেছে, মুজিব ও তার মেয়ে দেশ ছাড়ার আগে পদত্যাগ করেছেন। শুধু তাই নয়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি পদ্মাপাড়ের শাসনভার নিয়ন্ত্রণ করবেন। যাইহোক, 16 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কয়েক বছর ধরে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলতে শোনা যায়।
প্রারম্ভিক সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেও পূর্বাঞ্চলীয় দেশে এটি কখনোই শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি তার জন্মের মাত্র ৪ বছর পর বাংলাদেশে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে। তাই প্রাণ হারান দেশের তৎকালীন রাষ্ট্রপতি ও শেখ হাসিনার বাবা মুজিবুর রহমান। বছরটি ছিল 1975। সেই বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে পদ্মপাদের দেশে মোট 3টি সামরিক অভ্যুত্থান হয়। ফলে ঢাকায় অনেক শাসক ক্ষমতায় আসেন।
বাংলাদেশে হাসিনা সরকারের পতন ভারতের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে চলেছে বলে মনে করছেন কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ। এ প্রসঙ্গে অধ্যাপক বসু রায় চৌধুরী বলেন, ‘হাসিনা সরকার সব সময় দিল্লির সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। তাই ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিবেশী বাংলাদেশ। কিন্তু এই আন্দোলনে প্রচুর ভারত বিরোধী স্লোগান শোনা গেছে। মুজিব হত্যার পরও তেমনটা হয়নি, এ ঘটনা থেকে চীন বাড়তি সুবিধা পাওয়ার চেষ্টা করবে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান বিশেষজ্ঞরা। বাংলাদেশে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর থেকে বেইজিং এ ধরনের কোনো বক্তব্য দেয়নি। বলাই বাহুল্য, গোটা ঘটনার দিকে নজর রেখে খুব সাবধানে এগোতে হবে দিল্লিকে।