অগ্নিগর্ভ বাংলাদেশে ফের আসরে নামলো সেনা, জেনেনিন বাংলাদেশে কতবার ফৌজি শাসন?

১৯৭৫ সালের ১৫ আগস্ট, বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় যোগ হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর দেশটির রাজনীতি অনিশ্চয়তার দিকে এগিয়ে যায়। মুজিবের কন্যা শেখ হাসিনা মাত্র ১৬ বছর বয়সে এই বিপর্যয়ের সাক্ষী হয়।

দীর্ঘদিন দেশের রাজনীতির শীর্ষে থেকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন শেখ হাসিনা। কিন্তু ২০২৪ সালে, অকাল বসন্তে, তাঁকে ক্ষমতাচ্যুত হতে হয়। ‘রাজাকার’ মন্তব্যের জেরে ছড়িয়ে পড়া আন্দোলনের সামনে হাসিনাকে মাথা নত করতে হল।

সেনাশাসনের দীর্ঘ ইতিহাস

স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের রাজনীতি সেনাবাহিনীর প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি। ১৯৭৫ সালের মুজিব হত্যাকাণ্ডের পর থেকেই দেশটিতে একাধিকবার সামরিক অভ্যুত্থান ঘটে। জিয়াউর রহমান, হুসেন মোহাম্মদ এরশাদসহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা একের পর এক ক্ষমতা দখল করেছিলেন।

কোটা আন্দোলন এবং হাসিনার পতন

সম্প্রতি, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন দেশকে কাঁপিয়ে তুলেছে। শেখ হাসিনার ‘রাজাকার’ মন্তব্য এই আন্দোলনে জ্বালানি তেলের কাজ করে। তরুণ প্রজন্মের একাংশ তাঁর এই মন্তব্যকে অসহ্য মনে করে। মুক্তিযুদ্ধের আদর্শের নামে তাদের ওপর চাপিয়ে দেওয়া দায়িত্বের বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে।

এই আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবিকেই কেন্দ্র করে ঘটেনি, এর পেছনে ছিল বহু বছর ধরে জমে থাকা অসন্তোষ। তরুণ প্রজন্মের একাংশের মনে ছিল, দেশের রাজনীতি একই পরিবারের হাতে কেন্দ্রীভূত হয়ে আছে। তারা পরিবর্তনের দাবি তুলে।

শেষ পর্যন্ত, আন্দোলনের তীব্রতা সামলাতে না পেরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়। তাঁর পদত্যাগের সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়।

বাংলাদেশের ভবিষ্যৎ

শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে, তা এখনও অস্পষ্ট। সেনাবাহিনীর হাতে ক্ষমতা চলে যাওয়ায় দেশের ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত।