TMC সরকারের পাশে দাঁড়াল BJP-ও, বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব পাশ হলো বিধানসভায়

পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে দেখা গেল বেনজিরের সৌজন্য। এদিন মুখ্যমন্ত্রীর অনুরোধে বিধানসভার স্পিকার কর্তৃক নাকচ হয়ে যাওয়া বিরোধীদলীয় নেতার সংশোধনী গৃহীত হয়। পশ্চিমবঙ্গের উন্নয়নে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল উভয়েই প্রতিশ্রুতিবদ্ধ, সোমবার অধিবেশনের শেষ দিনে পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বিভাজনের বিরুদ্ধে প্রস্তাব পেশ করেছে শাসক দল। সেই প্রস্তাবের ওপর আলোচনার সময় শুভেন্দু অধিকারী সংশোধনীটি উত্থাপন করেন। তিনি বলেন, এই প্রস্তাবে কিছু লোকের ব্যক্তিগত মতামত বিজেপির পক্ষে থাকার কথা বলা হয়েছে। যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ ছাড়া প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্যকে বিকৃত করা হয়েছে। বিজেপি রাজ্য বিভাজনের ঘোর বিরোধী। কারণ পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রমথরঞ্জন ঠাকুরের উদ্যোগে।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘বিরোধী দল জানে না কী চায়। কেউ বলছেন রাজ্য চাই। কেউ বলছেন ভাগ চাই।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘যে প্রস্তাব আনা হয়েছে, তা রাজনৈতিক দলের লিফলেটের মতো। তিনি আরও জানান, রাজ্য থেকে নির্বাচিত সাংসদ, মন্ত্রী কখনও কেউ রাজ্য বিভাজনের কথা বলেননি। আমি একটা প্রস্তাব দিচ্ছি। পরিষদীয় মন্ত্রী যখন উত্তর দেবেন তখন বর্তমান প্রস্তাবের বয়ানের কিছুটা পরিবর্তন করুন। আমার প্রস্তাব অখন্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন। আমরা সহমত পোষণ করব।’
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গ এক থাকবে। আমি শোভনদেব চট্টোপাধ্যায়কে বলব, স্পিকার বিরোধী দলনেতার প্রস্তাব যুক্ত করা হোক। সংগঠিত প্রস্তাব এলে তা গ্রহণ করা হোক।’