“আমাদের উদ্ধার করুন প্লিজ”- ধস বিপর্যয়ের প্রথম খবর পৌঁছনো ওয়েনাড়ের সেই মহিলা বেঁচে নেই

দিনটা ছিল ৩০ জুলাই। ওয়েনাড়ের পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমিধস হয়েছিল। এই ভয়াবহ দুর্ঘটনার খবর প্রথম দিয়েছিলেন চুরালমালা গ্রামের বাসিন্দা নিথু। নিথু এক বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। ধসের সময় তিনি নিজের বাড়িতে আটকে পড়েন এবং হাসপাতালে ফোন করে সাহায্য চান। তাঁর আতঙ্কিত কণ্ঠে ভরা সেই ফোন কল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

ড.মুপেন’স মেডিক্যাল কলেজের এক কর্মীকে ফোন করে নিথুকে বলতে শোনা যায়, ‘চুরালমালায় ধস নেমেছে। আমি এখানে একটি স্কুলের পিছনে থাকি। আপনারা কি দ্রুত আমাদের উদ্ধারে কাউকে এখানে পাঠাতে পারবেন?’

হাসপাতাল থেকে উদ্ধারকারী দল পাঠানো হলেও, ভূমিধসের তীব্রতার কারণে তারা নিথুকে বাঁচাতে পারেনি। নিথুর স্বামী, সন্তান এবং শাশুড়ি কষ্টে বেঁচে গেলেও, নিজের প্রাণ বাঁচাতে পারেননি নিথু। এই ঘটনায় হাসপাতালের আরও তিনজন কর্মচারী প্রাণ হারিয়েছেন।