OMG! রিলস তৈরি করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, শোকে নিহতের পরিবার

বারুইপুরে রবিবার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। রিলস ভিডিও তৈরি করতে গিয়ে একটি পাম্পিং স্টেশনের জলে ডুবে মারা গেছে চৌদ্দ বছরের মহম্মদ নাসিম।

জানা গেছে, নাসিম বন্ধুদের সঙ্গে উত্তরভাগ পাম্পিং স্টেশনে রিলস বানাতে গিয়েছিল। এই স্টেশনে জলের বহু জোরালো স্রোত থাকায় সাঁতার জানা না থাকলে এখানে ঢুকতে নিষেধ করা হয়। কিন্তু নাসিম এবং তার বন্ধুরা এই নিষেধাজ্ঞা অমান্য করে স্টেশনে ঢুকে পড়ে।

দুর্ভাগ্যবশত, নাসিম জলের স্রোতে ভেসে যায়। তার বন্ধুরা তাকে বাঁচাতে চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়। পরে তার দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় স্থানীয় বিধায়ক বিভাস সর্দার গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই এলাকা ঘুরতে আসার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা রয়েছেন, কিন্তু এত লোককে একসঙ্গে থামানো সম্ভব নয়। তিনি সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই ঘটনা নিয়ে স্থানীয় বিধায়ক বলেন, ‘এই এলাকা ঘুরতে আসার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা রয়েছেন। কিন্তু, ১০০-১৫০ মানুষ যদি সমস্ত নিষেধাজ্ঞা উড়িয়ে দেন সেক্ষেত্রে মুশকিল। সাধারণ মানুষ যদি পর্যাপ্ত সচেতন থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিপদ এড়ানো সম্ভব।’