বেতন বাড়ল অযোধ্যার রাম মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের, জেনেনিন কত টাকা?

অযোধ্যার নতুন রাম মন্দির ট্রাস্ট মন্দিরে কর্মরত পুরোহিত ও সেবায়েতদের বেতন বাড়িয়েছে। মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, তাঁর বেতন ১০% বৃদ্ধি পেয়েছে। অন্যান্য পুরোহিত ও সেবায়েতদের বেতনও অনুরূপ হারে বৃদ্ধি করা হয়েছে।
মন্দির ট্রাস্ট আগে ২০ জন অতিরিক্ত পুরোহিত নিয়োগ করেছিল। তবে, মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে সাময়িকভাবে ছুটিতে পাঠানো হয়েছে বলে প্রধান পুরোহিত জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যায় নতুন রাম মন্দির উদ্বোধন করা হয়েছিল।
অপরদিকে রাম মন্দির চত্বরে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ করা হয়েছে মোবাইলের ব্যবহার। মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র বলেছেন, ‘আমরা একটি মিটিংয়ে প্রশাসনকে জানিয়েছি। নিরাপত্তা এবং ভক্তদের সুযোগ-সুবিধা দেখে প্রশাসন এবং ট্রাস্ট এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সমস্ত ভক্তদরে এই সিদ্ধান্তকে সম্মান করার জন্য আহ্বান করছি। মোবাইল রাখার জন্য আমাদের সম্পূর্ণ সুবিধা রয়েছে। ফোন নিরাপদ থাকবে। আমাদের কাছে যেকোনো মূল্যবান জিনিস নিরাপদে রাখার সুবিধা রয়েছে। ভক্তদের অনুরোধ করা হচ্ছে এই সুবিধাগুলি গ্রহণ করার জন্য এবং ব্যবস্থা বজায় রাখতে সহযোগিতা করার জন্য।’