OMG! স্কুলের জমি বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক, মারাত্মক অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুরের পটাশপুর এবং রামনগরে দুটি স্কুলের জমি বিক্রির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা হলেন ওই দুটি স্কুলের প্রধান শিক্ষক।
পটাশপুর ১ নম্বর ব্লকের অমর্ষি গ্রাম পঞ্চায়েতের একটি স্কুলের ৩০ ডেসিমাল জমি এবং রামনগর-১ ব্লকের হলদিয়া-১ গ্রাম পঞ্চায়েতের সাদী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের ১৭ ডেসিমাল জমি বিক্রি করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্তরা স্কুল পরিদর্শকের সই নকল করে এই জমি বিক্রি করেছেন বলে জানা গেছে।
রামনগরের সাদী রাজেন্দ্র নারায়ণ হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার মণ্ডল ১৭ ডেসিমাল জমি ১ লক্ষ ৭০ হাজার টাকায় বিক্রি করেছেন। এই ঘটনা স্কুল পরিচালন কমিটির এক সদস্যের অভিযোগের পর প্রকাশ্যে আসে।
পূর্ব মেদিনীপুরের অবর বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভাশিস মৈত্র জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিজেপির অভিযোগ:
বিজেপি এই ঘটনাকে রাজ্য সরকারের দুর্নীতির একটি উদাহরণ হিসেবে দেখছে। তাদের মতে, রাজ্য সরকারের দুর্নীতির কারণেই শিক্ষকরাও এই ধরনের অপরাধ করতে উৎসাহিত হচ্ছেন।