বাড়িতে অজান্তেই হচ্ছে মশার চাষ! ২১ লক্ষ টাকা জরিমানা করেও নেই মানুষের হুশ

কলকাতা পুরসভা বাড়িতে মশার লার্ভা জন্মানোর অপরাধে নাগরিকদের উপর জরিমানা আরোপ করে ২১ লক্ষ টাকা আদায় করেছে। তবে, দিনের পর দিন শহরের বিভিন্ন এলাকায় মশার লার্ভা পাওয়া যাচ্ছে, যা দেখিয়ে দেয় যে নাগরিকদের একাংশ এখনও এই সমস্যা সম্পর্কে যথেষ্ট সচেতন নয়।
পুর-আইন সংশোধনের ফলে এখন এই অপরাধে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা যায়। তা সত্ত্বেও, অনেকেই বাড়িতে জল জমিয়ে রাখছে এবং মশার প্রজনন ঘটাচ্ছে। যাদবপুরের বিপ্লব চক্রবর্তীর বাড়িতে পুরকর্মীরা অভিযান চালিয়ে দেখেছেন যে, ফ্রিজের ট্রে থেকে শুরু করে ছাদে রাখা বালতি—সবেতেই দীর্ঘদিনের জমা জল এবং মশার লার্ভা রয়েছে।
কাঁকুরগাছিতেও একই ধরনের পরিস্থিতি দেখা গেছে। অনেক নাগরিক পুরসভার দোষ দিয়ে নিজেদের দায়িত্ব এড়াতে চায়। তারা দাবি করে যে, জল জমার সমস্যা মেটাতে পুরসভা ব্যর্থ।
মশার লার্ভা জন্মানোর ফলে ডেঙ্গি, ম্যালেরিয়া ইত্যাদি মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে ২,১০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার এবং পুরসভা ডেঙ্গি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।