১০০ দিনের টাকা কেন আটকে?-কারণ জানালেন বাংলার বিজেপি নেতা শংকর ঘোষ

100 দিন রাজ্যে টাকা না আসার জন্য দায়ী তৃণমূল। তৃণমূল যাতে দুর্নীতিতে পকেট ভরতে না পারে সে জন্য কেন্দ্র রাজ্যে 100 দিনের কাজের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। তৃণমূল ইতিমধ্যেই পাঠানো টাকার হিসাব না রাখলে এবং দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে রাজ্য সরকার টাকা পাবে না। রাজ্যকে বঞ্চিত করার অভিযোগ এনে তৃণমূলের প্রকাশিত নথির প্রতিক্রিয়ায় বিজেপি নেতা শঙ্কর ঘোষ এ কথা বলেন।
তিনি বলেন,রাজ্যে ১০০ দিনের কাজে যে বিপুল দুর্নীতি হয়েছে তা ইতিমধ্যে প্রমাণিত। ভুয়ো জব কার্ড দেখিয়ে বছরের পর বছর মানুষের করের টাকা লুঠ করেছে তৃণমূল নেতারা। ১০০ দিনের কাজের শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে তারা। এসব ঘটনা প্রকাশ্যে আসার পর কেন্দ্র তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছিল। কিন্তু তৃণমূল সরকার লোক দেখানোর জন্য হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের করেছে। বাকিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তারা। ১০০ দিনের কাজের দুর্নীতিতে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যতদিন না পর্যন্ত আইনি পদক্ষেপ হচ্ছে ততদিন কেন্দ্র টাকা পাঠাবে না। নিজেদের এই অবস্থান আগেই স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেসের সরকার কেন্দ্রকে হিসাব দিচ্ছে না বলেই টাকা আটকে রয়েছে। কেন্দ্রীয় সরকার তো আর লুঠপাট করার জন্য সাধারণ মানুষের করের টাকা পাঠাতে পারে না। আর সে অধিকারও কেন্দ্রের রয়েছে।