বাংলাদেশ জুড়ে কার্ফু-রাস্তায় ছড়িয়ে দেহ, ভারতীয় নাগরিকদের জন্য রইলো কেন্দ্রের হেল্পলাইন নম্বর

বাংলাদেশে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে। কোটা ব্যবস্থা বাতিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শুরু হওয়া আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করেছে। এই হিংসায় পুলিশসহ বহু মানুষের মৃত্যু হয়েছে।
দেশজুড়ে হিংসাত্মক ঘটনা ঘটছে। পুলিশকর্মীদের হত্যা, আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, ব্যাপক গ্রেফতার ইত্যাদি ঘটনা ঘটছে।হিংসা রোধে সারা দেশে কার্ফু জারি করা হয়েছে।সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রয়েছে।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রয়েছে। বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকদের জন্য ভারতীয় দূতাবাস হেল্পলাইন চালু করেছে।
কোনও রকম বিপদে পড়লে ঢাকায় ভারতীয় হাইকমিশনের এমার্জেন্সি নম্বর জারি করা হয়েছে। নম্বরগুলি হল, +8801958383679, +8801958383680 ও +8801937400591।
সরকার আন্দোলনকারীদের জঙ্গি বলে অভিহিত করছে এবং আন্দোলনকারীরা কর না দেওয়ার আহ্বান জানাচ্ছে।
কোটা ব্যবস্থা বাতিলের দাবি দীর্ঘদিন ধরে চলে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় আন্দোলনকারীরা ক্ষুব্ধ। সরকারের অক্ষমতার কারণে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। উভয় পক্ষের হিংসাত্মক কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।