বিশেষ: আপৎকালীন অর্থ সঞ্চয় নেই বেশিরভাগ ভারতীয়ের ভাঁড়ারে, পড়েনিন বিশেষ প্রতিবেদন

“আপনার আর্থিক স্বাস্থ্য কতটা ভালো?”

এই প্রশ্নটা শুনলে হয়তো অনেকেই বলবেন, “আরে বাবা, এত বাজারদর বাড়ছে, তাতে আর্থিক স্বাস্থ্যের কথা ভাবার সময় কোথায়?” কিন্তু একটা সমীক্ষা বলছে, আমাদের দেশের বেশিরভাগ মানুষের আর্থিক অবস্থা আসলে খুব ভালো নয়।সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করা হয়েছে, 20’র স্কেলে ভারতীয়দের গড় ফিনান্সিয়াল ফিটনেস স্কোর মাত্র ‘5.29’ বা শতাংশের বিচারে 26.45%।

সমীক্ষাটা কী বলছে?

আমাদের অনেকেই জানি না কীভাবে টাকা বিনিয়োগ করতে হয়, বা কীভাবে জরুরি সময়ের জন্য টাকা জমিয়ে রাখতে হয়। অনেকেই জরুরি সময়ের জন্য যথেষ্ট টাকা জমিয়ে রাখতে পারেন না। অনেকেই অবসরের পরের জীবনের জন্য পরিকল্পনা করেন না বা যথেষ্ট টাকা জমিয়ে রাখেন না। অনেকের উপর ঋণের চাপ খুব বেশি।অনেকেই পর্যাপ্ত বিমা করেন না।

এর ফলে কী হতে পারে?
আর্থিক সমস্যা মানসিক চাপ বাড়াতে পারে। যেমন বাড়ি কেনা, বাচ্চাদের ভালো শিক্ষা দেওয়া ইত্যাদি।যদি অবসরের জন্য যথেষ্ট টাকা না থাকে।

কীভাবে আর্থিক স্বাস্থ্য ভালো রাখবেন?
আপনার আয় এবং খরচের হিসাব রাখুন। প্রতি মাসে কিছু টাকা জমিয়ে রাখার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি সম্ভব ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। জীবন বিমা, স্বাস্থ্য বিমা ইত্যাদি করুন। আপনার টাকা বিনিয়োগ করে বাড়াতে পারেন।

সহায়তা নিন:

আপনার যদি আর্থিক পরিকল্পনা করতে সমস্যা হয়, তাহলে কোনো আর্থিক পরামর্শদাতার সাহায্য নিতে পারেন।