OMG! হড়পা বানে ভাঙল ব্রিজ! মৃত ১১, নদীতে নিখোঁজ যাত্রীবোঝাই ২০ গাড়ি

চীনের শাংসি প্রদেশে মুষলধারা বৃষ্টি ও বন্যার কবলে ঝাশুই কাউন্টিতে ড্যানিং এক্সপ্রেসওয়েতে অবস্থিত একটি সেতু ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

গ্লোবাল টাইমস-এর খবর অনুযায়ী, শুক্রবার রাত ৮টা ৪০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ার সাথে সাথে নদীতে পতিত হয় বেশ কয়েকটি গাড়ি।

উদ্ধারকাজ চলছে। এখন পর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ জন যাত্রী এখনও নিখোঁজ।

প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার খবর পেয়ে জরুরি ভিত্তিতে উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সময় অনুযায়ী এই দুর্ঘটনার ঘটনাস্থল থেকে উত্তর ও মধ্য চীনের মধ্যে সংযোগ স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট বন্ধ রয়েছে।

মুষলধারা বৃষ্টিতে গত কয়েকদিন ধরেই চীনের উত্তর ও মধ্য অংশে ব্যাপক বন্যা পরিস্থিতি বিরাজমান। শাংসি প্রদেশের বাওজি শহরের বেশিরভাগ এলাকা জলের নীচে।

একইরকম দুর্দশা গানসু ও হেনান প্রদেশেও। হেনানের নানইয়াং শহরে মাত্র এক সপ্তাহের মধ্যেই বার্ষিক বৃষ্টিপাতের গড় পরিমাণ ছুঁয়ে ফেলেছে।

গ্রীষ্মের শেষে চীনের পূর্ব ও দক্ষিণ অংশেও বৃষ্টি তীব্র।

আবহাওয়াবিদদের মতে, গ্রিনহাউস গ্যাসের প্রভাবে জলবায়ু পরিবর্তন এই আবহাওয়ার অস্থিরতার মূল কারণ।

চীনে এর আগেও প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটেছে। গত মে মাসে দক্ষিণ চীনে বৃষ্টির কারণে জাতীয় সড়ক ধসে ৫৮ জনের মৃত্যু হয়। চলতি মাসে পূর্ব চীনে টর্নেডো ঝড়ে একজন নিহত ও ৭৯ জন আহত হয়।