হাতে বন্দুক নিয়ে ছবি, চোখে-মুখে ভয়ঙ্কর ছাপ, ভাইরাল TMC ছাত্রনেতার ছবি

বন্দুক হাতে অনেক ছবি তুলেছেন তৃণমূলের ছাত্রনেতা! ভাটপাড়ার শাসক দলের নেতা শুভাশীষ চক্রবর্তীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। একটি ছবিতে তিনি তার গালে বন্দুক ধরে আছেন এবং অন্য ছবিতে তিনি বন্দুকটি তার সামনে তুলে ধরছেন। টিভি9 বাংলা ছবি বা ভিডিওর সত্যতা নিশ্চিত করেনি। বিরোধীরা প্রশ্ন তুলছে, ওই ছাত্রনেতা কীভাবে অস্ত্র হাতে এল? আর এটার ছবি তুললেন কেন? যদিও তৃণমূল দাবি করছে, ছাত্রনেতা হিসেবে কোনো পদে নেই যুবক। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেছেন শাসকদলের নেতারা।
অনেক অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই ছাত্রনেতার বিরুদ্ধে। গ্রেফতারও করা হয়েছিল তাঁকে। অনেক রাজনৈতিক নেতার সঙ্গে তার ছবিও ভাইরাল হওয়ার পরও পুলিশ কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কেন তদন্ত হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। ভাটপাড়ার সহ-সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, আগে সত্যতা পেলে পুলিশ ব্যবস্থা নেবে।
পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দেন, ছাত্র পরিষদে শুভাশীষের কোনো পদ নেই, ‘অপরাধীদের সঙ্গে অপরাধীদের মতো আচরণ করা হবে’ বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও শুভাশীষের ছবি দেখা গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ত্রিনাঙ্কুর থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।