“খাটের নীচে মাছ চাষ!”-সুড়ঙ্গ-রহস্য নিয়ে সাদ্দামের মুখে পাওয়া গেলো নতুন তত্ত্ব

কুলতলিতে গোপন সুড়ঙ্গ তৈরি করে আলোচনায় এসেছিলেন সাদ্দাম সর্দার। দীর্ঘ তল্লাশির পর গ্রেফতার হওয়া সাদ্দামের জেরায় নতুন নতুন তত্ত্ব বেরিয়ে আসছে।

পুলিশের তল্লাশিতে সাদ্দামের বাড়ির খাটের নীচে সুড়ঙ্গের সন্ধান মেলে।সুড়ঙ্গের একটি প্রান্ত পৌঁছেছে সরাসরি মাতলা নদীতে।
সুড়ঙ্গের অন্য প্রান্তে লোহার গেটে তালা লাগানো ছিল।

সাদ্দামের দাবি:
গ্রেফতারের পর প্রথমে সাদ্দাম দাবি করেন, সুড়ঙ্গটি শৌচাগার হিসেবে ব্যবহার করতেন।পরে নতুন তত্ত্ব দেন। দাবি করেন, মাগুর মাছ চাষের জন্য সুড়ঙ্গ তৈরি করেছিলেন।লাভজনক ব্যবসা হিসেবে মাগুর মাছ চাষের কথা ভেবেছিলেন।পরে সিদ্ধান্ত বদল করে লোহার গেট বসিয়ে দেন।
সন্দেহ আরও বাড়ছে:

সাদ্দামের বারবার তত্ত্ব পরিবর্তনে সন্দেহ বাড়ছে পুলিশের।গত বছরও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সাদ্দাম।জেল থেকে ছাড়া পাওয়ার পর নদিয়ার এক ব্যবসায়ীকে চুল বিক্রির টোপ দিয়ে প্রতারণা করেন বলে অভিযোগ।এই ঘটনায় তদন্ত শুরু হলে পুলিশের হাতে ধরা পড়েন সাদ্দাম।

পুলিশের পরবর্তী পদক্ষেপ:
সাদ্দামের জেরা চালিয়ে যাচ্ছে পুলিশ।সুড়ঙ্গ ব্যবহার করে অবৈধ কার্যকলাপ চালানো হয়েছে কিনা তা তদন্ত করছে।সমস্ত প্রমাণ যাচাই করে সাদ্দামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের প্রতিক্রিয়া:
সাদ্দামের গোপন সুড়ঙ্গের খবরে এলাকায় তোলপাড়।অনেকেই ধারণা করছেন, অবৈধ অস্ত্র চোরাচালানের জন্যই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল।দ্রুত সত্য উন্মোচন করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।

উল্লেখ্য:গোপন সুড়ঙ্গের রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত এখনও চলমান।সাদ্দামের বিরুদ্ধে আসল অভিযোগ কী, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।