‘দু সপ্তাহের মধ্যে….?”- SSC মামলায় ডেডলাইন জানিয়ে দিলো সুপ্রিমকোর্ট, জেনেনিন বিস্তারিত

সুপ্রিম কোর্টে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার (SSC Recruitment Scam) প্যানেল বাতিলের বিরুদ্ধে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্য সরকার ও এসএসসি পক্ষ থেকে হলফনামা জমা দেওয়ার জন্য আবেদন করা হওয়ায় শুনানি তিন সপ্তাহ পিছিয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।
কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি পুরো প্যানেল বাতিল করে।
এর বিরুদ্ধে আবেদন করে ২৫ হাজার ৭৫৩ জন চাকরিপ্রার্থী।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ১৬ জুলাই পর্যন্ত সবার চাকরি বহাল রাখার নির্দেশ দেয়।এদিন শুনানির জন্য মামলা উঠলে রাজ্য ও এসএসসি পক্ষ হলফনামা জমা দেওয়ার জন্য আবেদন করে।
সুপ্রিম কোর্ট আগামী ২ সপ্তাহের মধ্যে সকল পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেয়।তারপর কারও হলফনামা গ্রহণ করা হবে না বলে জানানো হয়।
এই মামলার ফয়সলা ২৫ হাজার ৭৫৩ জন চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ নির্ধারণ করবে।