OMG! নিষেধ অমান্য করে ঝরণায় স্নান, কাপড়-চোপড় নিয়ে গেলো পুলিশ!

বর্ষা মৌসুমে ঝরণায় জলের স্রোত বেড়ে যাওয়ায় সেখানে পর্যটকদের আনাগোনা নিষিদ্ধ করেছিল কর্তৃপক্ষ। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে ঝরণায় নামছিল মানুষজন। বারবার সতর্ক করেও যখন তাদের আটকানো যাচ্ছিল না, তখন ব্যতিক্রমী এক পদক্ষেপ নেয় পুলিশ। ঝরণায় নামা পর্যটকদের খুলে রাখা কাপড়-চোপড় নিয়ে যেতে শুরু করে তারা। সম্প্রতি ভারতের কর্ণাটকে ঘটেছে এই ঘটনা। সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে মুদিগেরে এলাকার উপচে পড়া চারমাদি ঝরণায় প্রবেশ করেছিলেন কিছু পর্যটক। তখন পুলিশ তাদের পোশাক নিয়ে চলে যায়।
ভিডিওতে দেখা যায়, পোশাক খুলে ঝরণায় নেমেছেন একদল পুরুষ। ঝরণার পাথর বেয়ে ওপরেও উঠেছিলেন কয়েকজন, যেখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এ অবস্থায় একজন পুলিশ কর্মকর্তা ওই পর্যটকদের খুলে রাখা কাপড়-চোপড় নিয়ে চলে আসেন।
ভিডিওতে দেখা যায়, এক পর্যটক ওই পুলিশ কর্মকর্তার কাছে তাদের পোশাক ফিরিয়ে দেওয়ার অনুরোধ করছেন।
ভিডিওটি শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে পড়ে। সেখানে অনেকেই পুলিশের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন।
– A ban sign was put up near the waterfall.
– People flocked there, took off their clothes, and started bathing.
– The Karnataka police arrived and took away the clothes of those bathing.
Modern problems need modern solutions. 😂
— Aaraynsh (@aaraynsh) July 13, 2024
একজন লিখেছেন, একেই বলে কিছু না করেও অনেক কিছু করা। আরেকজনের মন্তব্য, এমন ব্যবস্থা সারা দেশেই চালু করা উচিত।
তৃতীয় একজন লিখেছেন, হয়তো এটি অবৈধ। কিন্তু মানুষ যদি না বোঝে, তাহলে পুলিশ কীই বা করতে পারে!
জানা গেছে, পর্যটকদের কাপড়চোপড় পরে ফিরিয়ে দিয়েছিল পুলিশ। সতর্কবার্তা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে।
বর্ষা মৌসুমে ঝুঁকি বেড়ে যাওয়ায় গত ১ জুলাই থেকে রাজ্যের বিভিন্ন ঝরণায় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে কর্ণাটক।