OMG! সিলিন্ডার থেকে গ্যাস নয় বেরোচ্ছে জল, গ্রাহকদের চাঞ্চল্যকর অভিযোগ

নদিয়ার ভীমপুর থানার যোগিনীদেহ এলাকায় অবাক করা ঘটনা। এক গ্রাহকের গ্যাস সিলিন্ডার থেকে বেরোচ্ছে জল, গ্যাস নয়! এই ঘটনায় রীতিমতো চোখ কপালে উঠে গেছে এলাকার বাসিন্দাদের।

কী ঘটেছিল?

বুধবার সকালে, নদিয়ার ভীমপুরের বাসিন্দা তরুণ চক্রবর্তী নামে একজন গ্রাহক স্বাভাবিকভাবেই রান্নার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরেই আগুন নিভে যায়। তিনি সিলিন্ডার নাড়িয়ে বুঝতে পারেন যে ভেতরে দ্রব রয়েছে। এরপর পেরেক দিয়ে সিলিন্ডারের মুখে খোঁচাতেই বেরিয়ে আসে প্রায় সাড়ে সাতশো মিলিলিটার জল!

গ্রাহকের অভিযোগ:

তরুণ চক্রবর্তী, একজন নিয়মিত গ্যাস সিলিন্ডার গ্রাহক, এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি প্রায় ১৫ বছর ধরে এই কোম্পানির সিলিন্ডার ব্যবহার করছি। আজ সকালে সিলিন্ডারের সিল খোলার পর এক থেকে দুই মিনিট জ্বলে বন্ধ হয়ে যায়। সিলিন্ডার নাড়িয়ে মনে হয় ভিতরে জল রয়েছে। এরপর পেরেক দিয়ে খোঁচা দিতেই দেখি টপটপ করে জল পড়ছে। দু’টো ভিডিয়ো করে রেখেছি। প্রায় সাড়ে সাতশো মিলিলিটার জল পড়ে। এরপর ডেলিভারি বয়কে ফোন করি। তিনি বলেন বদলে দেবেন।” এই ঘটনার ফলে তরুণ চক্রবর্তীর বাড়ির রান্নাবান্না বন্ধ হয়ে যায়।

ডেলিভারি বয় ও ডিলারের বক্তব্য:

ডেলিভারি বয় বিমল ঘোষ বলেন, “এটায় আমাদের কোনও বিষয় নেই। আমরা বাড়ি বাড়ি ডেলিভারি করি। কোনও কিছু হলে আমরা সরাসরি অফিসকে জানিয়ে দিয়েছি।”

অন্যদিকে, কৃষ্ণগঞ্জের ওই সিলিন্ডার সংস্থার ডিলার পলাশ পাণ্ডে বলেন, “এটা আমাদের অফিসের কোনও বিষয় নয়। প্ল্যান্ট থেকে গ্যাস রিফিলিংয়ের সময় সম্ভবত সিলিন্ডারের জল ঢুকে গিয়েছে। এমনটা মাঝেমধ্যে হয়। গ্রাহক অভিযোগ করলে আমরা প্ল্যান্টের সঙ্গে যোগাযোগ করে পালটে দিই।”

এই ঘটনায় কী হবে?

তরুণ চক্রবর্তী নতুন সিলিন্ডার পেয়েছেন। তবে এই ঘটনায় গ্যাস সিলিন্ডার সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি। এলাকার বাসিন্দারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।