Weather: বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টি, জারি হলো লাল সতর্কতা

শনিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।বৃহস্পতিবার আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, লাল সতর্কতা জারি।দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়িতে বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা।মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি, হলুদ সতর্কতা।
শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কমলা সতর্কতা।
শনিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পংয়ে ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা।
পাহাড়ে অ্যাডভেঞ্চার ট্রেক এড়িয়ে চলার পরামর্শ।
দক্ষিণবঙ্গে:
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা।কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।চলতি বর্ষায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ঘাটতি।
অন্যান্য:
মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও কাঁথি পর্যন্ত বিস্তৃত।উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত আরেকটি অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে।
উল্লেখ্য:
কিছুদিন আগে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃষ্টির ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।