রাস্তায় পড়ে থাকা স্বাস্থ্যকেন্দ্রের ওষুধ উদ্ধার, তদন্তে নামলো পুলিশ

কাটোয়ার খাজুরডিহি বাস স্ট্যান্ড এলাকায় মঙ্গলবার দুপুরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।
ওষুধগুলো খাজুরডিহি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বলে দাবি করেছেন এক স্বাস্থ্যকর্মী।স্বাস্থ্যকর্মীর দাবি অনুযায়ী, ওষুধগুলো এক মাস আগে হারিয়ে গিয়েছিল।
কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

স্বাস্থ্যকেন্দ্র থেকে এত পরিমাণে ওষুধ কিভাবে রাস্তায় পৌঁছে গেল?
এক মাস ধরে ওষুধগুলো রাস্তায় পড়ে থাকা সত্ত্বেও কেন কেউ খবর দেয়নি?
সরকারি ওষুধ কি অন্য কোথাও পাচার করা হচ্ছিল?

পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ওষুধ হারানোর ঘটনার তদন্ত করছে।স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওষুধের মেয়াদ উত্তীর্ণ কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কাটোয়া-১ ব্লকের বিএমওএইচ তাপস বাগ বলেছেন, “আমরা সব দিক খতিয়ে দেখছি। হয়তো কোনও কারণে থানায় জানানো হয়নি। অথবা অন্য কোনও স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে ওষুধ বদলে গিয়েছে।”

এই ঘটনা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রশ্ন উত্থাপন করে।দ্রুত ও সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করা প্রয়োজন।
সরকারি ওষুধের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

Editor001
  • Editor001