‘মিত্র’ মোদীর অনুরোধে সায় পুতিনের, রুশ আর্মি থেকে ভারতীয়দের মুক্তিতে প্রস্তুত রাশিয়া

রাশিয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সরকারি বাসভবনে নৈশভোজ সেরেছেন তিনি। আর সেখানেই মোদীর রাখা একটি বিশেষ আর্জিতে সায় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, ক্রেমলিনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই রুশ আর্মি থেকে মুক্তি দেওয়া হবে আটকে পড়া ভারতীয়দের।
উচ্চ বেতনের চাকরির আশায় ভারত থেকে প্রতি বছর বহু মানুষ রাশিয়ায় যান। অভিযোগ, ইউক্রেন-যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই ভারতীয়দের অনেককেই রাশিয়ান আর্মিতে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। যুদ্ধ করতে বাধ্য করা হয় তাঁদের। মোদীর সফরের পর এ বার তাঁরা দেশে ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।
নিজেদের কথোপকথনের শুরুতে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘শ্রদ্বেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পরম মিত্র, আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আপনাকে দেখে আমি খুব খুশি। আগামীকাল আনুষ্ঠানিক আলোচনা হবে। আজ আমরা ঘরোয়া পরিবেশে আলোচনায় বসব।’
জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘নোভো-ওগাইয়োভোতে সান্ধ্যকালীন বৈঠকে আমায় স্বাগত জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ। কাল আমাদের আলোচনার জন্য মুখিয়ে রয়েছি। ভারত এবং রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘমেয়াদী বন্ধন আরও অটুট হবে।’