OMG! পুলিশ-পঞ্চায়েত পারল না, মহিষ নিজেই চিনিয়ে দিল তার আসল মালিক কে!

উত্তর প্রদেশের প্রতাপগড়ের অস্করণপুর গ্রামে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। নন্দলাল সরোজ নামে এক ব্যক্তির গোয়াল থেকে একটি মহিষ উধাও হয়ে যায়। দিন খোঁজার পরও মহিষের কোনো হদিস না পেয়ে নন্দলাল থানায় অভিযোগ করেন।
এদিকে, মহিষটি পালিয়ে গিয়ে পৌঁছে যায় হরিকেশ গ্রামে। সেখানে হনুমান সরোজ নামে এক ব্যক্তি মহিষটিকে রাস্তা থেকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসেন।
তিনদিন পর, নন্দলাল তার হারিয়ে যাওয়া মহিষকে খুঁজে পান হনুমানের বাড়িতে। কিন্তু হনুমান মহিষ ফেরত দিতে নারাজ। তিনি দাবি করেন, রাস্তা থেকে মহিষ ধরে আনায় তিনিই এখন মালিক।
পুলিশ দুই পক্ষকে ডেকে অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না। পঞ্চায়েত বসিয়েও সমাধান হয় না।
শেষ পর্যন্ত, মহেশগঞ্জ থানার স্টেশন ইনচার্জ এক অদ্ভুত সমাধান বের করেন। তিনি বলেন, মহিষটিকে একা ছেড়ে দেওয়া হোক। গ্রামের দুই দিকে নন্দলাল ও হনুমান দাঁড়াক, মহিষ যার দিকে যাবে, মালিক সে-ই।
পুলিশের নির্দেশ মতো, নন্দলাল ও হনুমান যথাক্রমে নিজেদের গ্রামের দিকে দাঁড়ান। মহিষ ছাড়া হতেই ধীর পদক্ষেপে নন্দলালের দিকে এগিয়ে যেতে থাকে।
এইভাবে মহিষ নিজেই তার আসল মালিককে চিনে বলে দেয়।
এই ঘটনা গ্রামবাসীদের কাছে আশ্চর্য ও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।