“তৃণমূলের নাম করে ১ পয়সা চাইলে দায়িত্ব নিয়ে জেলে ঢোকাব”-হুঁশিয়ারি পার্থ ভৌমিকের

আগামী ১০ তারিখ বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচার চালাচ্ছেন দলের অনেক সিনিয়র নেতা। নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক শুক্রবার ব্যারাকপুরের বাগদার মহারানীতে দলীয় প্রার্থীর প্রচারে গিয়েছিলেন সেখানে সাধারণ মানুষকে একটি উল্লেখযোগ্য বার্তা দিয়েছেন।

পার্থ বলেন, ‘যে সমস্ত ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে তাদের নম্বর নিয়ে রাখুন। কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নাম করে কাজ করে দেওয়ার বিনিময়ে টাকা চায় সঙ্গে সঙ্গে ফোন করে জানাবেন। আমি দায়িত্ব নিয়ে তাদের জেলে ঢোকাব।’

পার্থ আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন তিনি কোনও দুর্নীতি বরদাস্ত করবেন না।’

পার্থ বলেন, ‘কেউ দুর্নীতি করলে তাঁকে রেয়াত করা হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায় এক্ষেত্রে জিরো টলারেন্স নীতির কথা বলেছেন।’

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী সরকার বহু মানুষের আবাস যোজনার টাকা আটকে রেখেছে। আমরা বারবার বলছি ১১ লাখ ৩৬ হাজার মানুষের বাড়ির টাকা দাও। নরেন্দ্র মোদীর দল এল এবং পুরো তদন্ত করল। তারাও স্বীকার করল এই সংখ্যক মানুষ বাড়ি পাবে। কিন্তু, নরেন্দ্র মোদী টাকা দিলেন না।’

তিনি আরও বলেন, ‘এই ১১ লাখ ৩৬ হাজার মানুষের বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেন সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবেন।’