অগ্নিবীর নিয়ে রাহুলের মন্তব্যের প্রতিবাদ, আর্থিক সাহায্যের হিসেব দেখিয়ে পোস্ট করলো সেনা

‘অগ্নিবীররা ইউজ অ্যান্ড থ্রো!’ সংসদে বিরোধী দলনেতা হিসেবে প্রথম বক্তৃতায় এমনটাই বলেছেন রাহুল গান্ধী। সে বিষয়ে আরেকটি বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। কংগ্রেস সাংসদ দাবি করেছেন, ‘দেশের তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে। প্রয়োজন পূরণ হলে ফেলে দিন। তিনি আরও বলেন, শহীদ অগ্নিবীর অজয় ​​কুমারের পরিবার কোনো আর্থিক সহায়তা পায়নি। রাহুলের বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে জানিয়েছে যে সেনাবাহিনী শহীদ অজয় ​​কুমারের পরিবারকে 98 লাখ টাকা প্রদান করেছে।

এছাড়াও বলা হয়েছে যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টে দাবি করা হয়েছে যে কর্মরত অবস্থায় অগ্নিবীর অজয় ​​কুমারের মৃত্যুর পরে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়নি। যা সম্পূর্ণ ভুল তথ্য। অগ্নিবীর অজয় ​​কুমারের মহান আত্মত্যাগকে স্মরণ করে ভারতীয় সেনাবাহিনী। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাহ করা হয়। বকেয়া টাকা বাকি ছিল, যার মধ্যে ৯৮ লাখ ৩৯ হাজার টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, অগ্নিপথ প্রকল্প অনুসারে, পুলিশের নথি যাচাইয়ের পরে প্রায় 67 লক্ষ টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অর্থাৎ শহীদ অগ্নিবীরের পরিবারের ক্ষতিপূরণের মোট আর্থিক মূল্য হবে ১ কোটি ৬৫ লাখ টাকা। সেনাবাহিনী আরও বলেছে যে শহীদ সেনারা সর্বদা সম্মানিত হয়। দ্রুত আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করা হয়।

সোমবার লোকসভায় রাহুল গান্ধী বলেছিলেন, ‘অগ্নিপথ প্রকল্পে অগ্নিবীরেরা হয়ে গিয়েছেন ইউজ অ্যান্ড থ্রো শ্রমিক। সীমান্তে মাইন বিস্ফোরণে তাঁদের মৃত্যু হলেও অগ্নিবীরদের শহিদ বলা হয় না। বলা হয় অগ্নিবীর। তাঁরা দেশের জন্য প্রাণ দিয়েও মর্যাদা পান না। তাঁদের পরিবার পেনশন পায় না। ক্ষতিপূরণও পায় না।’