“তোর গলা কাটব… জেলে থাকব”, মাকে হুমকি দিয়ে মেরে রাস্তায় বসাল ছেলে

মালদহে ছেলের নির্যাতনে গাছতলায় রাত কাটাচ্ছেন প্রৌঢ়া, থানায় অভিযোগমালদহ: মালদহের পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনিতে মর্মান্তিক ঘটনা। ৭০ বছর বয়সী গঙ্গা হরিজন নামের এক প্রৌঢ়াকে ছেলে মোহন হরিজন নির্যাতন করে ঘর থেকে বের করে দিয়েছেন। গত সাতদিন ধরে গঙ্গাদেবী খোলা আকাশের নিচে গাছতলায় দিন কাটাচ্ছেন।

মোহন হরিজন দীর্ঘদিন ধরে মায়ের উপর অত্যাচার করে আসছিলেন।মারধর, গালাগালি, হাত ভাঙা, মাথা ফাটিয়ে রক্তারক্তি করা – এসবই তার নিয়মিত ব্যাপার ছিল।সোনার গয়না ও টাকা কেড়ে নিয়েছে মোহন। এখন বাড়ির দলিলও হাতাতে চায়।গঙ্গাদেবীর আরও এক সন্তান আছে কিন্তু সে অসুস্থ ও অন্যত্র বাস করে।
ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন গঙ্গাদেবী।স্থানীয়রাও মোহনের অত্যাচারের কথা সত্য বলে দাবি করছেন।মোহন অভিযোগ অস্বীকার করেছে।

এ প্রসঙ্গে গঙ্গাদেবী বলেন, “তোমার কত অ্যাকাউন্টে কত টাকা আছে আমায় দাও। নয়ত তোর গলা কেটে দেব। জেলে থাকব। তারপর ফের ফিরে আসব।”

বর্তমান পরিস্থিতি:

গঙ্গাদেবী এখনো গাছতলায়ই রয়েছেন।পুলিশ এখনো মোহনকে গ্রেফতার করেনি।তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা গঙ্গাদেবীকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন।

গুরুত্বপূর্ণ তথ্য:
এই ঘটনা মানবাধিকার লঙ্ঘনের একটি জ্বলন্ত উদাহরণ।প্রশাসন দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে গঙ্গাদেবীকে ন্যায়বিচার দান করতে হবে।এমন ঘটনা আরো না ঘটে সেজন্য কঠোর আইন প্রয়োগের প্রয়োজন।

(বিঃদ্রঃ উপরে উক্ত ছবিটি প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে)