রত্ন ভাণ্ডারে সোনাদানার পরিমান কত? রথযাত্রার পরই পুরীর জগন্নাথ মন্দিরে হবে হিসেবনিকেশ

পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার কবে খোলা হবে, তা নিয়ে ব্যাপক উৎসাহ ও কৌতূহল বিরাজমান। এখনও ওডিশার নতুন বিজেপি সরকার রত্ন ভাণ্ডার খোলার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে, ভাণ্ডারে কত রত্ন সম্পদ রয়েছে, তা জানা যাবে শীঘ্রই।
আগামী ৭ জুলাই রথযাত্রা অনুষ্ঠানের পরদিন, ৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে সোনাদানা গণনার কাজ শুরু হবে। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অরিজিৎ পাসায়ত এই গণনার কাজের নেতৃত্ব দেবেন।
ওডিশা হাইকোর্টের নির্দেশে, পূর্ব বিজেডি সরকারের আমলে রত্ন ভাণ্ডারের সোনাদানা গণনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান হিসেবেই রয়েছেন সুপ্রিম কোর্টের এই সাবেক বিচারপতি।
৫ জুলাই, রত্ন ভাণ্ডার নিয়ে গঠিত একটি কমিটির সাথে পুরীতে বৈঠক করবেন বিচারপতি পাসায়ত। ৭ জুলাই জগন্নাথধামের রথযাত্রা উৎসবেও তিনি যোগদান করবেন। এরপর ৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ভাণ্ডার রত্ন গণনার কাজের তদারকি করবেন।
টাইমস অফ ইন্ডিয়াকে বিচারপতি পাসায়ত বলেছেন, “রত্ন ভাণ্ডার কবে খোলা হবে এবং এর রত্ন গণনার দিনক্ষণ নির্ধারণ করবে ওডিশা সরকার।”
গত রবিবার, ওডিশার নতুন মুখ্যমন্ত্রী মোহন মুর্মু প্রতিশ্রুতি দিয়েছেন যে, খুব শীঘ্রই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা হবে। সম্পূর্ণরূপে সংস্কারের কাজও শুরু হবে। এতদিন ধরে কত রত্ন সে ভাণ্ডারে রয়েছে, সেটিরও বিস্তারিত পরিমাপ করা হবে।
উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে পুরীর রত্ন ভাণ্ডার। জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর রত্ন ভাণ্ডার খুলে ভিতরের কক্ষে সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখতে হয় এবং সম্পত্তির অডিট করতে হয়।