“রোগীকে ১০ দিনের বেশির ভর্তি রাখলেই …?”-স্বাস্থ্যসাথী নিয়ে বড় নির্দেশিকা জারি নবান্নের

স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হল। বেসরকারি হাসপাতালে অনিয়ম নিয়ন্ত্রণে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
নতুন নিয়মের মূল বিষয়গুলো:
সাধারণ রোগীর ক্ষেত্রে যদি ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন হয়, তাহলে স্বাস্থ্য ভবনের অনুমতি নিতে হবে। অনুমতি না নিয়ে রোগীকে ভর্তি রাখলে জরিমানা হতে পারে।
১০ দিনের বেশি ভর্তি থাকা রোগীদের ক্ষেত্রে মেডিক্যাল অডিট টিম যাচাই করবে যে রোগীকে সত্যিই এতদিন হাসপাতালে রাখার প্রয়োজন ছিল কিনা।
নির্দিষ্ট রোগের জন্য যদি রোগী ভর্তি হয়, সেই রোগের জন্য নির্ধারিত প্যাকেজের অনুমোদনই দেওয়া হবে। অতিরিক্ত চিকিৎসা বা অস্ত্রোপচারের জন্য আলাদা অনুমোদন নিতে হবে।
এই নতুন নিয়ম কেন প্রয়োজন?
বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর পরিষেবা অপব্যবহারের অভিযোগ উঠেছিল। রোগীকে অযথা বেশিদিন ভর্তি রেখে বিল বাড়ানো, অপ্রয়োজনীয়
চিকিৎসা বা অস্ত্রোপচার করা, ভুয়া খরচ বিলে অন্তর্ভুক্ত করা ইত্যাদি অনিয়মের অভিযোগ ছিল।
অনিয়ম নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যসাথীর টাকা সাশ্রয় করা যাবে। রোগীদের সঠিক চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করা যাবে।
এই নিয়ম কারা কারা প্রভাবিত হবেন?
নতুন নিয়ম মেনে চলতে হবে বেসরকারি হাসপাতালগুলোকে। অনিয়ম করলে জরিমানা হতে পারে। রোগীদের হাসপাতালে ভর্তির আগে নিয়মকানুন সম্পর্কে জেনে নিতে হবে।নতুন নিয়ম বাস্তবায়নের দায়িত্ব স্বাস্থ্য দফতরের।