গোয়ার সমুদ্র সৈকতে পর্যটকদের মাসাজ পরিষেবার অফার, গ্রেফতার ৩ মহিলা

গোয়ার কানডোলিম সমুদ্র সৈকতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই মাসাজ পরিষেবা দেওয়ার অভিযোগে তিন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, তিন মহিলা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পুরুষদের মাসাজ পরিষেবার অফার দিতেন।১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন তিন আইনের আওতায় এই অভিযোগ দায়ের করা হয়েছে।গোয়া ট্যুরিস্ট প্লেস প্রোটেকশন অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্ট ২০০১-এর ৩ নম্বর ধারার অধীনে তাদের গ্রেফতার করা হয়।
প্রত্যেকের থেকে ২৫,০০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়। জরিমানা দিতে না পারায় তাদের বিরুদ্ধে অপরাধ নথিভুক্ত করা হয়।
পুলিশের বক্তব্য:
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কানডোলিম সমুদ্র সৈকতে ঘোরাফেরা করতে দেখা যায়।তারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই পর্যটকদের কাছে মাসাজ পরিষেবা দেওয়ার অফার করছিলেন।তাদের এই কার্যকলাপে বেশ কয়েকটি আইনের ধারা লঙ্ঘিত হয়েছে।
গোয়ায় মাসাজ পরিষেবা:
গোয়া সরকার এর আগে সমুদ্র সৈকতে অবৈধ মাসাজ কার্যকলাপে জড়িতদের সতর্ক করে।মাঝেসাঝে প্রতারকের পাল্লায় পড়েন পর্যটকেরা।মাসাজ পার্লারে গিয়েও ফাঁদে পড়েন পর্যটকরা।এইরকম ঘটনা রুখতে তৎপর প্রশাসন।
উল্লেখ্য:
নতুন আইন অনুযায়ী, জনগণের কাজে বাধা দেওয়া একটি অপরাধ।গোয়া ট্যুরিস্ট প্লেস প্রোটেকশন অ্যান্ড মেইনটেন্যান্স অ্যাক্ট ২০০১ অনুমতি ছাড়া মাসাজ পরিষেবা দেওয়াকে নিষিদ্ধ করে।