NEET-ইস্যুতে দিনভর আলোচনার আর্জি রাহুলের, রাজনাথের পালটা দাবিতেই সায় দিলো স্পিকার

সোমবার লোকসভায় তুমুল আলোচনার মুখোমুখি হতে হয়েছে কেন্দ্রীয় সরকারকে। বিরোধী দলগুলি নিট প্রশ্নফাঁস ও নতুন ফৌজদারি বিল নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নেতৃত্বে বিরোধী শিবিরের সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, গত সাত বছরে সাতবার নিট প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছে। লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে খেলাচুলা হচ্ছে। এই জ্বলন্ত ইস্যুতে আলোচনার জন্য তারা একদিনের সময় চেয়েছেন।

বিরোধীদের এই দাবির জবাবে রক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “বিরোধীরা যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। তবে, রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন হওয়ার পরই আলোচনা শুরু করা উচিত।”

এদিকে, NCP (শরদ গোষ্ঠী) সাংসদ সুপ্রিয়া সুল নতুন ফৌজদারি বিল নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “কোনো আলোচনাই ছাড়াই এই বিল পাশ করা হয়েছে। নাগরিকদের অধিকার নিয়ে আমরা উদ্বিগ্ন। পুলিশের ক্ষমতা বৃদ্ধি, হেফাজতের সময় বাড়ানো, নির্জন কারাবাসের অনুমতির মতো বিষয়গুলি নিয়ে পুনর্বিবেচনা করা উচিত।”

এই বিষয়ে আলোচনার জন্য কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি প্রস্তাব পেশ করেছেন। আপ সাংসদ রাঘব চড্ডা বলেছেন, “প্রথম দিন থেকেই আমরা এই আইনের পুনর্বিবেচনা চেয়ে এসেছি। এত তাড়াহুড়ো করে এই আইন কার্যকর করার ফলে ভয়াবহ প্রভাব পড়তে পারে।”

এই দুটি বিষয় নিয়ে লোকসভায় তুমুল বিতর্ক শুরু হয়েছে। আজকের অধিবেশনে এই দুটি বিষয় নিয়েই আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।