ঋণের কিস্তি আদায় করতে আসা ‘স্যার’-এর সঙ্গে প্রেম! বিয়ে করতে অস্বীকার করায় যুবতীর ধরনা

নদিয়ার থানারপাড়া থানা এলাকার ফাজিল নগর গ্রামে রবিবার চাঞ্চল্যকর ঘটনা। প্রতিবেশী এক যুবকের প্রেমের জালে ফেঁসে বিয়ের প্রতিশ্রুতি পেয়ে স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন এক যুবতী। অভিযোগ, ওই যুবক বিয়ের প্রতিশ্রুতি ভেঙে যুবতীর উপর মারধর ও হেনস্থা করেন।

সূত্র মতে, দীর্ঘদিন ধরে ওই যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল যুবতীর। પરંতુ, দুই পরিবারের সম্মতি না থাকায় যুবতীর বিয়ে হয় অন্যত্র। কর্মসূত্রে ওই যুবক যখন ওই গ্রামে ক্ষুদ্র ঋণ সংস্থার কিস্তি আদায়ের কাজ পান, তখন পুরনো প্রেমের জ্বালা আবারও জ্বলে ওঠে।

নতুন করে ঘনিষ্ঠতা তৈরি হয় দুজনের মধ্যে। প্রেমিকের সঙ্গে থাকার জন্য যুবতী স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে আসেন। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক যুবতীর কাছ থেকে বেশ কয়েক ভরি সোনার গয়না এবং আড়াই লাখ টাকা হাতিয়ে নেন।

দীর্ঘদিন ধরে সহবাস করার পর যুবতী যখন বিয়ের কথা বলেন, তখন অস্বীকার করে যুবক। রবিবার যুবতীর পরিবার যুবকের বাড়িতে বিয়ের কথা বলতে গেলে, তারা অস্বীকার করে এবং যুবতীর উপর চড়াও হন। অভিযোগ, যুবকের পরিবারের সদস্যরা যুবতীকে মারধর করেন।

খবর পেয়ে যুবতীর পরিবার ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে যুবকের পরিবার। এখনও পর্যন্ত এই ঘটনায় কোন লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়নি।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যুবতীর পরিবার এই ঘটনায় মুখ খুলতে নারাজ। প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওই যুবকেরও।