“এবার আমাদের অন্য ভাবে ভাবতে হবে”- জানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির সময় থেকেই খানিকটা বেসুরো হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আরও একবার তিনি রাজ্য নেতৃত্বের বিরুধ্যে খুললেন মুখ। সেই সাথে জানালেন নিজের এলাকার উন্নয়নের জন্য তিনি যেকোনো তৃণমূল নেতৃত্বের দরবারে যেতেও প্রস্তুত। তিনি স্পষ্ট ভাবে আজ জানালেন যে ‘ বিজেপির রাজ্য নেতৃত্বের উপর রাগও নেই, ভালোবাসাও নেই’।

একশো দিনের কাজ চালুর পক্ষে সওয়াল করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘আমরা চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন। গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন গোটা ভারতবর্ষ পাচ্ছে, আমার এলাকার গরিব মানুষ যেন তেমনই আবাস যোজনা পায়। তার জন্য আমি ২৪ তারিখ প্রধানমন্ত্রীকে চিঠি দেব। আমি চাই এখানে ১০০ দিনের কাজ চালু হোক। পশ্চিমবাংলায় গরিব মানুষ ১০০ দিনের কাজ পাক।’

সৌমিত্র আরও বলেন, ‘আমি চার বার জিতেছি। তিনবার সাংসদ, একবার বিধায়ক। একজনকে মানুষ চার বার ভোট দিচ্ছে, এটা তো এমনি এমনি মুখ দেখে দিচ্ছে না। নিশ্চয়ই কাজ, রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে। শুধুমাত্র বিরোধীদের মতো কথাবার্তা বলে, ১০০ দিনের টাকা আটকে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ না হলেও এটা হয় না। এবার আমাদের অন্য ভাবে ভাবতে হবে।’