“রাগ নেই, ভালোবাসাও নেই”-দলের একাংশের বিরুদ্ধে ফের বেসুরো সৌমিত্র খাঁ

২০২৪ এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ভরাডুবির সময় থেকেই খানিকটা বেসুরো হয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আরও একবার তিনি রাজ্য নেতৃত্বের বিরুধ্যে খুললেন মুখ। সেই সাথে জানালেন নিজের এলাকার উন্নয়নের জন্য তিনি যেকোনো তৃণমূল নেতৃত্বের দরবারে যেতেও প্রস্তুত। তিনি স্পষ্ট ভাবে আজ জানালেন যে ‘ বিজেপির রাজ্য নেতৃত্বের উপর রাগও নেই, ভালোবাসাও নেই’।
তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু-বিধান চন্দ্র রায়ের প্রসঙ্গ তুলে বলেন, ‘দু’টি পৃথক রাজনৈতিক দলের নেতা ছিলেন ওঁরা। তবুও খুব ভালো সম্পর্ক ছিল ওঁদের। আমিও বাঁকুড়া থেকে সেই চেষ্টাই করছি।’
সৌমিত্রর কথায়, ‘মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে বিষ্ণুপুর, বাঁকুড়ার উন্নয়নের স্বার্থে আমি যদি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করি তাহলে অসুবিধা কোথায়?’
সৌমিত্র খাঁ এর সাম্প্রতিক বিভিন্ন কথা উঠে আসছে খবরের শিরোনামে। আর তার এই কিছুটা বেসুরো ইঙ্গিত অস্বস্তিতে ফেলছে বাংলার গেরুয়া শিবিরকে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।