BMW চালিয়ে যুবককে পিষে দিলেন সাংসদ-কন্যা, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই মিললো জামিন

পুনে পোর্শে দুর্ঘটনার স্মৃতি ম্লান হওয়ার আগেই একই রকম আরেকটি দুর্ঘটনা ঘটে গেল। সোমবার চেন্নাইয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনার পিছনে এমপি-কন্যা চেন্নাইয়ের বেসান্ত নগরে ফুটপাথে পড়ে থাকা এক যুবককে YSR কংগ্রেসের রাজ্যসভার সাংসদ বিরা মাস্তান রাওয়াইয়ের মেয়ে মাধুরী চৌধুরীর বিএমডব্লিউ গাড়ি পিষ্ট করেছিল৷ জানা গেছে, গাড়িটি এমপির মেয়ে চালাচ্ছিলেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সাংসদ কন্যা মাধুরীকে প্রথমে চেন্নাই পুলিশ গ্রেপ্তার করেছিল, তবে মঙ্গলবার রাতে জামিনে মুক্তি পায়।

এর পরে, ওয়াইএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং স্থানীয় পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা হয়, জানা যায় যে 24 বছর বয়সী সূর্য, পেশায় একজন চিত্রশিল্পী, ফুটপাথে পড়ে ছিলেন। সোমবার সন্ধ্যায় তিনি নেশাগ্রস্ত অবস্থায় ফুটপাতে পড়ে ছিলেন। গভীর রাতে মাধুরী হঠাৎ ফুটপাথে তার বিএমডব্লিউ গাড়ি চালান। গাড়ির চাকায় পিষ্ট হয়ে সূর্যের মৃত্যু হয়। গাড়িতে এমপির মেয়ে ছাড়াও তার এক বান্ধবীও ছিল। তিনি মাতাল ছিলেন কি না তা জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাধুরীকে আটক করা হয়েছে। তবে গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যে জামিন পান তিনি। মাত্র আট মাস আগে সূর্যের বিয়ে হয়। রাজ্যসভার সাংসদ কন্যার গাড়ির ধাক্কায় মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ পরিবারের সদস্যরা। পুলিশের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা জে 5 শাস্ত্রী নগর থানায় বিক্ষোভ করে।