EXAM: মেডিকেল প্রবেশিকা পরীক্ষা, NTA জারি করলো ৪ টি গাইডলাইন, জেনেনিন বিস্তারিত

প্রতিবারের ন্যায় এবারেও হতে চলেছে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করছে পরীক্ষার্তীরা অপরদিকে প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষরা।

এবারের পরীক্ষাতেও অসাধু উপায় তথা নকল প্রতিরোধে NTA জারি করলো বিশেষ গাইডলাইন। সেই গাইডলাইনে জানানো হয়েছে –

*পরীক্ষার্তীদের অযাডমিটকার্ডের দুটি কপি আনতে হবে। যেখানে অভিভাবকের সই থাকতে হবে। যেকোনো পরিচয়পত্র ও ৩ টি ছবি থাকতে হবে।

*মেয়েরা ও ছেলেরা লম্বা হাতার পোশাক ও হিলজুতো পড়তে পারবে না।

*সাথে নেওয়া যাবেনা থলে ,গগলস,মানিব্যাগ ও টুপি

* পরীক্ষা হলে ফোন, ব্লুটুথ,স্মার্টঘড়ি ,ক্যালকুলেটর ,পেন্সিল বক্স ,কানেরদুল ,নেকলেস, নাকের আংটি ও ব্রেসলেট পড়ার নেই অনুমতি।

মেডিক্যাল প্রবেশিকায় বসতে চলা সকল পরীক্ষার্থীদের আমাদের তরফ থেকে রইল আগাম শুভেচ্ছা। আপনাদের পরিশ্রম সুফল নিয়ে আসুক এই কামনায় রইলো আমাদের সকলের পক্ষ থেকে।