BigNews: বড় সরকারি সংস্থা বিক্রি করলো মোদী সরকার, বিরোধীরা করছে সমালোচনা

ফের বেসরকারি করণের সিদ্ধান্ত নিলো মোদী সরকার। আর এবার বেসরকারি করুন করা হলো নীলাচল ইস্পাত নিগাম লিমিটেডকে। সংস্থাটি কেন্দ্র সরকারের থেকে চলে গেলো এবার ভারতের অন্যতম নামি সংস্থা টাটাদের কাছে।

জানাগেছে কেন্দ্র সরকারের এই সংস্থাটিকে কিনে নিয়েছে টাটা গোষ্ঠী। প্রসঙ্গত কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়া কে কিনে নিয়েছে টাটা। আর এবার তাদের ঝুলিতে ঢুকলো কেন্দ্র সরকারের এই বড় ইস্পাত কারখানা।

প্রসঙ্গত, একেও পর এক সরকারি সংস্থা বিক্রি করে বিরোধীদের কঠোর সমালোচনার মুখে মোদী সরকার। বিরোধীদের যুক্তি হলো যদি বেসরকারি সংস্থা মালিকানা নিয়ে লাভভ করে চলতে পারেও তাহলে সরকার কেন লাভ করতে পারছেনা। দেশের সরকারের অধীন থাকা সম্পদ বিক্রি করে ক্রমেই সরকারকে বেসরকারি নির্ভরতার উপর বাড়িয়ে দিচ্ছে কেন্দ্র সরকার।