পুজো দিতে এসে বিপত্তি! গঙ্গায় তলিয়ে গেল গাড়ি, অল্পের জন্য হলো রক্ষা!

আজ সকালে নিমতলা ঘাটে ভয়ঙ্কর ঘটনা। রুবি থেকে পুজো দিতে আসা একটি পরিবারের গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে যায়। গাড়ির ভেতরে ছিল ১০-১১ বছর বয়সী এক নাবালক। স্থানীয়দের দ্রুত প্রতিক্রিয়ায় ওই ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়।
সকাল ৭ টার সময় রুবি থেকে একটি পরিবার নিমতলা ঘাটে পুজো দিতে আসে।গাড়ি ঘাটে দাঁড় করিয়ে পরিবার পুজো দিতে নেমে যায়।
গাড়ির ভেতরে ছিল ১০-১১ বছর বয়সী এক নাবালক।হঠাৎ করেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গঙ্গায় পড়ে যায়।গাড়িতে আটকে থাকা ছেলেটিকে উদ্ধার করতে স্থানীয়রা দ্রুত ঝাঁপিয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ।নামানো হয় ডুবুরি এবং প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় গাড়িটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর ছেলেটিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়ি সম্ভবত গিয়ারে ফেলা ছিল।অন্য একজন স্থানীয় বাসিন্দা বলেন, গাড়িটি পড়তেই দেখা যায় ভেতরে একজন বাচ্চা আছে।
পরিবারের এক সদস্য জানান, বাচ্চাটি সুস্থ আছে এবং স্থানীয়দের সাহায্যেই তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
পরিবারের এক সদস্য জানান, ‘বাচ্চাটি সুস্থ আছে। কোনওভাবে গাড়িটি গড়িয়ে গঙ্গায় চলে যায়। এরপর স্থানীয় লোকজন সবাই মিলে বাচ্চাটিকে উদ্ধার করেছে। গাড়িটিকেও গঙ্গা থেকে তুলে আনা হয়েছে।’